Site icon Shaili Tv

অচেনা শহর / তারিফা হায়দার

নেই প্রাণের স্পন্দন বিধ্বস্ত জীবন
চারদিকে শুধু লাশের বহর
একি তবে আমার সেই প্রিয় শহর?

সুনশান নীরবতা যেদিকে দুচোখ যায়
চিরচেনা অলিগলি তবু পথভুলে পা বাড়াই।
নিস্তব্ধ কেটে যায় প্রতিটি প্রহর
একি তবে আমার সেই প্রিয় শহর?

ব্যস্ততা নেই কারো চাহিদা ও যোগানের
গৃহবন্দী জীবন আজ ভয় শুধু প্রাণের
দূরত্বে কেটে যায় ভয় জীবাণুর
নিঃশ্বাসে ছড়ায় নাকি দূষিত বায়ুর।

ফেরিওয়ালার হাঁকডাক নেই কোনো ভোরে
পথিকের চলাচল বন্ধ এ শহরে
রিকশার নেই কোন টুংটাং শব্দ
প্রাণ ভয়ে সকলের জীবনটা স্তব্ধ।

একলা ঠাঁয় দাঁড়িয়ে নীরব ল্যাম্পপোস্ট
কে আসে কে যায় নেই তার খোঁজ
একাকী ডেকে যায় শালিকের জোড়া
ঘরকুনো শহরটা আজ শূন্যতায় মোড়া।

Exit mobile version