দাদাভাই বলে কি না
চাইলেই পারতুম
তবু যাওয়া হলো না যে
সুদানের খার্তুম।
শুনে বলি, আহা! কেন?
কেন যেতে পারলি নে?
বলে কি না, : কথা ছিল
থাকবো যে বার্লিনে।
তা হলে তো আরো ভালো
নিয়েছি যে হার মানি।
গম্ভীর হয়ে বলে,
যাইনি রে জার্মানী।
কথা ছিল সে বেলায়
ভিড়বো যে পানামা’য়
এই গরমেতে কেউ
খাট থেকে পা নামায়?
গরমে ও ঘামে জ্যাম
লেগে গেল চাকাতে
কোথাও হলো না যাওয়া
আছি তাই ঢাকাতে।