Site icon Shaili Tv

অজয় দাশগুপ্ত-এর কবিতা

১. থাকা না থাকা

যখন গোলায় ধান ছিল
তখন গলায় গান ছিল।

তখন বুকে টান ছিল
মানী লোকের মান ছিল।

ছুরির ডগায় শান ছিল
ফুলের বুকে ঘ্রাণ ছিল।

শোনার মতো কান ছিল
কলজে জুড়ে জান ছিল।

২.এক কাপ চা

তোমাকেও না বলে দিতে পারি
শুধু তাকেই পারি না
যখন ঝকঝকে কাপে হাজির
ধূমায়িত এক কাপ চা।

কি করে সখ্য? মনে নাই
হয়তো পুড়তে পুড়তে নানা চাপে
আশ্রয় পেয়ে গেছি হঠাৎ
সুগন্ধি ভরা এক কাপে।

পৃথিবীর যতো প্রেম, যত মধু
অনন্য বসুধা
সন্তানের মতো প্রিয়
এক কাপ চা।

Exit mobile version