অশ্বত্থের পাতা ঝরে পড়ে
দুর্বা ঘাসের ওপর
কচি ঘাসের কান্না কে শুনে,
কে রাখে তার খবর।
পাহাড়ের বুক ছিঁড়ে ঝরনা ঝরে ঝরঝর
চঞ্চল পানি করে কলধ্বনি,
বুক ভরা কষ্ট পাহাড়ের ভিতর।
চন্দ্রিমার আলোয় স্নান করে
জীবনানন্দের সুরঞ্জনা,
হৃদয়ে তার পুষে রাখে
যাতনা, বেদনা, শত বঞ্চনা।
জোনাক জ্বলে ধিকি…. ধিকি…. ধিকি
আঁধারে ঢাকা পল্লীর মরমে মরমে,
আকাশের কপালে রুপালি টিপ
পড়ে আছে জনমে জনমে।