Site icon Shaili Tv

অনুভব

এক.
আবার যখন বৃষ্টি হবে
হাতের মুঠোয় মুক্তো হবে–
ভাললাগা চায়ের কাপে
দুঃখগুলো স্মৃতির মাপে
ঝরঝরিয়ে কান্না হবে।
আবার যখন বৃষ্টি হবে —
ভালবাসার ঘর হবে
রাস্তার ধারের ছেলেটির।
আবার যখন বৃষ্টি হবে —
অস্হিরতা দেশটি
ভালবাসার নহর হবে।।

দুই.
কথা ছিলো আবার দেখা হবে
প্রথম বৃষ্টির ছোঁয়ায়,
নাগরিক কোলাহলে শহুরে দাঁড়কাক ভিজবে আজ
ভিজবে মন অপূর্নতায়
শহরের প্রান্তিকতায় বাস তোমার আমার—
কল্পনায় ভিজছে স্বপ্নবাজ ।
ঝুম বৃষ্টি আজ আমার শহরে..
দেখা হবে কি হবে না এই প্রহরে..?

তিন.
দিগন্তের মতন তারা
যতই দৃশ্যমান ততই দূরত্বে যারা!
অদৃশ্য হৃদ্যতায় খুউব কাছাকাছি
সে কি তবে মায়া!
কোন সে যাদুকরী স্পর্শে আছি!

Exit mobile version