আমার পায়ের ছাপ রয়েছে যেথায়
ঝরাপাতা উড়ে আসে বিলাপে হেথায়
কাদা-মাটি জল নয়,অনুরাগ নিয়ে
মন চেয়েছিল প্রেম সে বাসনা পিয়ে
গোপনে মিথ্যে স্বপন করেছে বপন
বিপন্ন করে গেছে সে মনের উঠোন
প্রেম নয়,ঘৃণা নয় অবজ্ঞার ছলে
আসন পাতা তবুও হৃদয় অতলে
সব সঙ্গীত থেমেছে সকরুণ তালে
শাওনের মেঘ নাচে দুচোখের জলে
ফেরারী স্মৃতির ঘরে রয়ে যায় ছোঁয়া
দূর হতে দূরে তবু বিরহে পাওয়া।