Site icon Shaili Tv

অনুস্মরণ / ডালিয়া নাহার

আমাদের সকালগুলো ছিল
গাছের কচি পাতাদের মাঝে
সূর্যালোকে কাঁচা হলুদ রঙা
লেকের জলে পড়ন্ত বিকেলে
বিচ্ছুরিত রোদের স্বর্ণপ্রভা।

বইয়ের ভাঁজে সযতনে রাখা
শুকনো পাপড়ি রঙিন পাতা
শরতের স্বচ্ছ আকাশ জুড়ে
নাটাই সুতোয় ওড়া রূপকথা।
গলির মোড়ে হাঁক দিয়ে যাওয়া
ফেরিআলার বাহারী চুড়ি ফিতা।

আমাদের দিনগুলো ছিল
ঝরঝরে শুদ্ধ কবিতার মতো
ভরা বর্ষায় পদ্মা নদীর স্রোত।
অকারণ উচ্ছ্বাস অনন্ত প্রাণধারা
ঘরে বাইরে রহস্য আমেজ ঘেরা।

বিকেলের রোদ ঘিরে স্মৃতির পাতায়
ধুলো ওড়ানো গোধুলির লালিমায়।

Exit mobile version