বসন্ত চির জাগরূক অন্তরে তোমার সুরে
তোমারি গানে মুখরিত আলোড়িত ধ্যানে
কেবলই হারাই সদূরে স্বপ্নরঙিন ক্ষণে,
নিজেকে সাজাই আপন পৃথিবীতে ।
পুলক জাগে মনে অনন্ত আনন্দে
আকাশের বুক জুড়ে ভরা জোছনার আলো ,
বাতাসে ভেসে আসে হাসনাহেনার তীব্র সুবাস
তোমার মুগ্ধ চাহনিতে কেবলই মন উদাস।
যতবার নয়নে রেখেছ গভীর দৃষ্টি
মনের মাঝে কাঁপন তুলেছে শ্রাবণ বৃষ্টি,
এ যেন আমার ভেঙেচুরে নবসৃষ্টি
তুমি খুলে দিয়েছ আমার অন্তর্দৃষ্টি ।
ঘোর অন্ধকারে নেশাতুর আবেগের শুনি পদধ্বনি
জীবনের যত আয়োজনে বাজুক শুভ শঙ্খধ্বনি ।