Site icon Shaili Tv

অন্ধকারে ভোরের হাসি / বাসুদেব খাস্তগীর

ভোর কখনো দোর খোলে না
আকাশনীলে হাত তোলে না
ডাকে না সে আমায়
মন হারিয়ে উদাস দুপুর
পায়ে পরায় ছন্দ নূপুর
মন বলো কে থামায়?

পারিজাতের রঙের মেলায়
আমার সকাল ভাসে ভেলায়
জল থই থই সুরে
অনুভবের পায়রাগুলো
পাখায় উড়ায় পথের ধুলো
দৃষ্টি অনেক দূরে।

মেঘ থমথম উঠোন পাড়া
জলকেলিতে পড়বে সারা
জাগবে ফুলের ভোর
আয় ছুটে আয় ডানপিটে সব
ঘুম ভাঙানো সেই কলরব
ভাঙ রে মনের দোর।

অন্ধকারে ভোরের হাসি
স্বপ্ন ছড়ায় রাশি রাশি
হাসন লালন মন
ঐ যে দূরের কালো মেঘে
অনুরাগের ভাবাবেগে
আমার জাগরণ।

দোরের কাছে ভোরের আলো
দোর না খুলুক এসে কাছে
মনের ডাহুক শুধুই নাচে
আপন তালে ছন্দে
আমিতো হই ঘর ছাড়া কেউ
আনন্দের এক মনকাড়া ঢেউ
সবার ভালো মন্দে।

Exit mobile version