এ এক অন্যরকম সাঁঝ
দেখেছি মেঘের আড়ে এক ফালি অপরূপা চাঁদ
যেদিন আকাশগঙ্গায় সে পাতালো সোনাঝরা ফাঁদ।

এ এক অন্যরকম গীত
বিবাদ বিদ্বেষ ছেড়ে প্রতিহিংসা রাগ ক্রোধ ভুলে
খুশির জোয়ার প্রতি প্রাণে প্রাণে বয়ে আনে প্রীত।

এ এক নিয়মনীতির রীতি
ক্লান্ত দেহে শ্রান্ত মনে সময়ের ওই রথে চড়ে
টানা একমাস ব্রত শেষে পোক্ত সংযমের ভিত্তি।

এ এক অন্যরকম গাথা
খরতাপের মাঝেও ঠান্ডা আনা দখিন হাওয়া
শীতল পাটির ছোঁয়া লাগা প্রতি ঘরের দাওয়া।

এ এক অন্যরকম চাওয়া
নগর ছুঁয়েছে ঈদ হাসিখুশি হোক মাতোয়ারা
পর্ণকুটিরের দ্বার ছুঁয়ে যাক মায়া ভালোবাসা।