বাড়ি সাহিত্য কবিতা অপেক্ষা কবিতাচট্টগ্রামদেশনারীসাহিত্য অপেক্ষা আনজানা ডালিয়া প্রকাশিত : রবিবার , ৪ অক্টোবর, ২০২০ ৯:৪৮ অপরাহ্ণ 389 ওই আকাশটা শুধুই আমার হবে ওখানেই কদিন পর আমি উড়ে বেড়াবো ঘুরে বেড়াবো চরকা বুড়ির চারপাশে চরকা বুড়িকে তোমার গল্প শোনাবো তোমার ভালোবাসার কথা, তোমার অভিমানের গল্প, তোমার বকুনির ভাষা, অবশেষে তোমার পথ চেয়ে অপেক্ষার কথা। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া