Site icon Shaili Tv

অপ্রত্যাশিত অন্ধকার / নিগার সুলতানা

জীবনের প্রভাতে উষাপতি উধাও
মেঘ গুড় গুড় কলিজা কাঁপানো শব্দ,
কালো চাদরে ঢেকে দিল আমার চেনা শহর,
চেনা পথ, চেনা অলি গলি।
কিছুক্ষণ আগেও ছিল রোদের ঝিলক
কচু পাতার ঠিক মাঝখানে জমানো শিশিরের উপর।
কিছুক্ষণ আগেই দেখেছি পথের পাশে
ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবার দেখে
ক্ষুদার্ত কুকুরটির কি উম্মাদনা…!
যেই না অন্ধকারে ছেয়ে গেল নীল আকাশ
অমনি কুকুরটি লেজ গুটিয়ে ভয়ে কাঁপতে লাগলো
কোথায় আশ্রয় নিবে সে।
কিছুক্ষণ আগেই দেখেছি গাছের শাখায় বসে
পাখি জোড়া কতই না পাখনার ঝাপটানি,
কতই না ঠোঁটে ঠোঁট মিলিয়ে কথোপকথন,
অকস্মাৎ পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসতেই
সেই পাখি জোড়া যবু তবু হয়ে
পাখনার ভেতর মাথা গুজে কাঁপতে থাকে।
প্রভাতে যদি সায়াহ্ন নেমে আসে
আতংকের ঝড় উঠে বুকের গহীনে।
অন্ধকার….. অন্ধকার…..অন্ধকার….!
কি বিভীষিকাময় চারিদিকে অন্ধকার….!
অপ্রত্যাশিত অন্ধকার মেনে নেওয়া যায়না কখনো,
সবার মনে একি প্রশ্ন
কিভাবে জীবন সমুদ্র হব পার….?

Exit mobile version