অপেক্ষা সেতো অনেক কষ্টের
প্রাপ্তিটা যে কখন দেবে ধরা?
ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার
তবুও ভান করা ভালো থাকার।
আগামী নাকি ভালো যাবে আমার
ভবিষ্যৎ দেখেছে গগন
মন ফুরফুরে করে রাখা তাই
সেই যেন হয় ভাবাই আমায়।
জানি সব ভালোই হবে,
ঈশ্বর সহায় আছেন
তবুও পাগল মন
ধৈর্য ধরতে নারাজ।
মানব ভাবেন এক
ঈশ্বর ভেবে রেখেছেন আরেক
সেটাই নাকি মঙ্গল
প্রার্থনায় চলছে চলমান
আমার জন্যে আছে সম্মান,
এই যেন আমার চাওয়া পাওয়া।
অপ্রাপ্তি নিয়ে আসবে প্রাপ্তি
প্রার্থনায় দেবে অমোঘ প্রশান্তি।