Site icon Shaili Tv

অবচেতন মনে / লিপি বড়ুয়া

জীবনের কতকিছুই কালের বিবর্তনে হারিয়ে যায়
তবুও কি পথচলা থেমে যায়?
যায় নাতো, কেবল মেনে নাও, মানিয়ে চলো
এভাবেই জীবনের সমীকরণ একসময় বদলে গেলো।

সব চলছে নিয়ম আর অনিয়মের অভিযোগে
আমি আমার মতো করে থাকছি তোমার অসহযোগে।
তবুও শান্তি চাই বলে, চুপ করে সব সয়ে যাই
আমার কষ্ট বোঝার মতো কেউ তো নাই।

আহত পাখি যেমন ডানা ঝাপটায়
একটু ভালোবাসা পাওয়ার আশায়,
ক্ষত-বিক্ষত মনটাও থাকে অপেক্ষায়
কিছুটা সুখ আর শান্তির ভরসায়।

জীবনের অবশিষ্টতায় মন পোড়ে,
মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোরে।
স্বপ্ন- দুঃস্বপ্ন আর আবেগের টানে
তুমুল ঝড় উঠে আমার অবচেতন মনে।।

Exit mobile version