কথা ছিলো সোনার শিকলে বেঁধে রাখবে
পরগাছা জীবনে নয় নিজের হৃদয়ে,
উঠোন তোমার কলরবে মেতে থাকবে
নূপুরের ঝংকারে।
কথায় কথায় মাধবীলতার পাতা চেনাবে।
আমিও চেয়েছি আমার প্রতিটি কবিতার আসমান জুড়ে তুমি থাকবে।
কিছুই বুঝলেনা তুমি,
আর কখনও বকুলের মালা চাইবো না।
কৃষ্ণচুড়ার ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে না আর।
তুমি তো এসবের কিছুই বুঝোনা।
কী হবে আর এসব করে?