Site icon Shaili Tv

অভিমানের প্রতিলিপি / হৈমন্তী তালুকদার

সমুদ্রের নোনাজলের শীতলতায় মুছে যাক
অন্তরের জমানো সকল অভিমান, অভিযোগ।
কষ্টের চোরাবালিতে ডুবে যেতে যেতে
হঠাৎ আঁতকে উঠলে আমার হাতটা ধরে রেখো….।

সাদাফনায় দুরন্ত ঢেউয়ের দোলায় কখনো হারিয়ে যেওনা,
বিপদসীমার খুঁটিতে আটকে রেখো আমায়।
অবুঝ শিশুর মতো কান্না দিয়ে সবকিছু চাইতে নেই
না বলা অভিমান, কবে অভিযোগ হয়ে গেলো…
সত্যি টের পাওনিতো!

গাঙচিলের সাদাডানায় ভর করে,
ভেসে যেতে চাই দুর থেকে দুরন্তে….।
নীলাচলের ভেসে থাকা মেঘের ভেলা করে
বুকের পাঁজরে গুটিপোকার মতো সুপ্ত অভিমান
আজ ভাসিয়ে দিলাম এক আকাশের ঠিকানায়
যদি পারো সময়ের অজুহাত ভুলে পড়ে নিও
আমার না বলা সকল অভিমানের প্রতিলিপি।

Exit mobile version