যাদের ছায়ায় পেয়েছি আমার
হারানো মায়ের মায়া
রোদ বৃষ্টিতে ছাতা মেলে ধরে
সবুজ অরূপ কায়া।
চিরল চিরল পল্লব ফাঁকে
জ্বালায় উজল দিয়া
নিরজনে বসে পাখির কূজনে
জুড়াই উতল হিয়া।
যার দানে ফেলি শ্বাস প্রশ্বাস
অভাবে ঊর্ধ্বশ্বাস
উদার হস্তে বিলানো সমীরে
মেটাই নাভিশ্বাস।
প্রতিদানে তার কী দিই আমরা
করছি কি সুবিচার?
মাথা উঁচিয়েছে লোভ ব্যভিচার
সাথে ভান অবিচার।
ধরিত্রী আজ রোষানলে তাই
হিসেব চুকাতে আসে
সে ফাঁদে আটকা পড়েছে মানুষ
অত্নরাত্না ত্রাসে।
গাছের নিধন কিংবা নখের
কর্তন এক না কথা
মাথা মোটাদের সাধ্যে থাকে না
বোঝে বৃক্ষের ব্যথা!
প্রেতাত্না ভর করেছে নেই তো
ঘাড়ের উপর মাথা।
যেন জেনে বুঝে নিজের করাতে
নিজেদের শ্বাস কাটা।