তপ্ত মনে কষ্টের ঢেউ
উথলে ওঠা বান
আঁখির স্রোতে যায় রাঙিয়ে
অশ্রু ভাঙার গান ।

রঙ মহলের হরেক রঙে
দুঃখ লুকায় বনে
কুহেলিকার শীতল বাতাস
পরশ বুলায় মনে।

সপ্ত ডিঙায় নাও ভাসিয়ে
উর্মিতে তাল তুলে
হরেক রকম বেদনা নিয়ে
বকুল মালায় দুলে।

জন্মাবধি কেঁদেই চলে
দুঃখে ভাসায় বুক
সকল খেলা সাঙ্গ করে
হয় যে বধির, মূক।