Site icon Shaili Tv

অস্তিত্বের মর্মমূলে

সময় খুব দ্রুত চলে,
সাথে আমিও
রাত যায়, ভোর হয়,
ঘুম ভাঙলে নতুন সূর্য দেখি!
খুব দ্রুত দৌড়াই , রোরুদ্যমান আয়ুক্ষয়ী দৌড়!
নিজের সাথে প্রতিযোগিতায় নামি
কখনো প্রবল আনন্দে জীবন ঝাপটে ধরি!
একটাই জীবন- চুমুকে চুমুকে পান করি অনুক্ষণ।
অস্তিত্বের মর্মমূলে, কখনো তীক্ষ্ণ হাহাকারে-
ভয় হয়! সিঁড়ি থেকে না-পা টলে যায়!
কিছু মুখ দীর্ঘশ্বাসের মতো ভেসে আসে!
অবাক হই মানুষের অহংকার দেখে
চিন্তাবোধ দেখে,
পাল্টে যাওয়া দেখে!
নিজেকে প্রশ্ন করি! মানুষ এত জটিল কেন?
নিজেই নিজের উত্তর খুঁজি..!
এইসব দুঃখ-ব্যথা, অপমান-ঘৃণা,
ছোট ছোট না পাওয়া ব্যর্থতা–
কী আসে যায়! এভাবেই চলুক..
সবাই জানে—
কেউ মৃত্তিকাপ্রেমী হোক বা না হোক-
সবশেষে, সবার শেষ জায়গা একটাই—-
সাড়ে তিনহাত মাটি !

Exit mobile version