আগস্ট আসলে মনে পড়ে
সেই দেশ ভাগের কথা,
বাংলা হলো দুই ভাগ
বাঙালির হৃদয়ে দিয়ে ব্যথা।
আগস্ট আসলে মনে পড়ে
সেই ভয়ানক দিনের কথা,
৩২ নং বাড়িতে হত্যা করলো
পরিবারসহ জাতির পিতা।
আগস্ট আসলে মনে পড়ে
সেই পিতার আত্মদান,
যিনি বাংলার স্বপ্নদ্রষ্টা
ঘাতকরা কেড়ে নিল তাঁর প্রাণ।
আগস্ট আসলে মনে পড়ে
নারী আর শিশুর আত্মচিৎকার,
রক্তাক্ত ৩২ নং বাড়ি
বুলেটের আঘাতে ছারখার।
আগস্ট আসলে মনে পড়ে
সেই গ্রেনেড হামলার কথা,
আইভি রহমানসহ মারা গেল
কত কর্মী, কত নেতা।
আগস্ট আসলে মনে পড়ে
রবীন্দ্র, নজরুল, শামসুর রাহমান,
হুমায়ূন আজাদ, মাহবুবুল আলম
হারিয়ে গেল সাহিত্যের প্রাণ।
আগস্ট আসলে মনে পড়ে
কত জ্ঞানীগুণী জন,
বাংলা থেকে হারিয়ে গেলেও
বাঙালির হৃদয়ে আছে স্মরণ।
আগস্ট আসলে মনে পড়ে
বাঙালিদের দীর্ঘশ্বাস,
ব্যথা-বেদনায় জর্জরিত
আগস্ট বাঙালির শোকের মাস।