বসে বসে ভাবছি আজ
আসবে সুদিন কবে,
করোনাটা পালিয়ে যাবে
বিশ্ব শান্তি হবে ।

এমন দিনে মন বসে না
নিত্য নতুন পাঠে
বন্ধু বান্ধব কেউ আসেনা
খেলতে খেলার মাঠে।

ঘরে ঘরেই বন্ধি সবে
জানলা খুলে রাখি,
সূর্য্যি মামা আসলে ঘরে
রঙিন ছবি আঁকি।

মনে মনে ঘুরে বেড়াই
এ-পাড়া ও-পাড়া,
পুরানো সব দিনের কথা
মনকে দেয় নাড়া।

ঋতুর খেলায় যাচ্ছে কেটে
আলসে বেলার দিন,
মনের আলো জ্বলবে কবে
বাজিয়ে খুশির বীণ।

বছরখানা হারিয়ে গেল
আসছে নতুন সাল,
বিদ্যালয়টা খুলবে হয়তো
কোন এক সকাল।

আগামীর ঐ স্বপ্ন গুলো
করছি নিয়ে খেলা,
আনন্দ আর হৈ হুল্লোড়ে
কাটবে আবার বেলা।