Site icon Shaili Tv

আগুনঝরা কৃষ্ণচূড়া কাঁদে / বনশ্রী বড়ুয়া

আহ্লাদী মেঠোপথ অভিমানে ভাসে,
একাকীত্বের ভাঙা পাঁজরে
লুকোনো কান্নার দল নেমে আসে বর্ষার গা ছুঁয়ে।
ঘাসফড়িংয়ের ডানা ভাঙে মাতাল পবন,
ভিজিয়ে দেয় শহরের ব্যালকনি।

কাঁদে কার্নিশ,
জল টুপটুপ শব্দ পিছু টেনে নিয়ে যায় বহুদূর,
ভাতঘুম ডাকে বিছানা-
অজানা অপেক্ষায় ভিজে যায় দাঁড়কাক।

মন খারাপের খাতা খুলে দেয় পুরোনো মখমল স্মৃতি,
শাড়ির ভাঁজে ভ্যাপসা গন্ধ,
চশমার ফাঁকে ঝুলছে অচেনা মাদুলি
শ্যাওলারা শুষে নেয় কাঙ্ক্ষিত সুখ।

তবু সমস্ত দহন শেষে সুখের অসুখে স্নান সারে এক কলাবতী কন্যা
অতঃপর খোঁপায় গুঁজে দেয় একগুচ্ছ আগুনঝরা কৃষ্ণচূড়া।

Exit mobile version