উল্লেখ্য, ‘শৈলী’ মাসিক সাহিত্য বুলেটিনের উপদেষ্টা হিসেবে থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক- সাংবাদিক রাশেদ রউফ, প্রকাশক হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী-উপস্থাপক আয়েশা হক শিমু এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে থাকবেন সংগঠক এম কামাল উদ্দিন। মুদ্রণ তত্ত্বাবধানে আইকো। সহযোগিতা করবে শৈলী প্রকাশনের সম্পাদনা পরিষদ।
সম্পাদকীয় যোগাযোগ : আইকো, পূর্বদেশ বিল্ডিং (২য় তলা), কদমমোবারক বাইলেন, হোটেল দস্তগীরের বিপরীত গলি, মোমিন রোড, চট্টগ্রাম। মোবাইল : ০১৭৪৯-৭৪৯৩৫৯
আজিজ রাহমানের সম্পাদনায় আসছে ‘শৈলী’ সাহিত্য বুলেটিন
