১.আরাধ্য কথন

সবার জীবনে একটা আরাধ্য থাকে
বুকের গভীর থেকে উঠে আসা নামে ডাকে
হৃদয়ের গভীরতা আরো মধুময় করে রাখে।

স্বপ্নগুলো সাজিয়ে রাখে মুখের ছায়াটায়
তপস্যা থাকে এমন ঘোর লাগা ভালোবাসায়
মুগ্ধতার বাঁকেবাঁকে অপেক্ষায় পথ হেঁটে যায়।

২.কোন এক প্রহরে

ঘাসের ডগায় চলছে কুয়াশার আয়োজন
চাতকের তৃষ্ণার্ততা নিয়ে ঝুরিমেঘ খুঁজছে মন
সে মনে রঙ দাও কি রোজ?
সুজনের রাখো তো খোঁজ !
মেলাও আরাধ্যের সাথে দূরত্বটা কত
বেশরম প্রেমিক ভাবে হোক দূরত্ব শত।
কথা ছিলো জোনাক ধরবে কোন এক রাত প্রহরে
সুখ হারিয়ে কেঁদে ফিরে সুর কাটা এই শহরে।