অস্তিত্ব জুড়ে—
শেষ আকুতির প্রলয়ংকারী তুফান বয়ে চলেছে
মেঘের বজ্রে বেজে উঠছে আমার কানের ঘন্টা
পানির গর্জনে-স্রোতস্বিনী নদীর মতোন
হৃদয় ভেসে যায় অতলে;
পুষ্পিত অন্তর জুড়ে-নিষ্পেষিত ব্যাকুলতায়
অম্লান পিপাসার প্রেমের মিতালি প্রবাহিত;
আমি প্রেমের নিনাদ,
আমি প্রেমের ফোয়ারা,
আমি অম্লান পিপাসার তৃপ্তি,
আমি তৃষাতুর প্রাণের স্পন্দন।
জ্যোৎস্নার ওই শুভ্র আলো ঢেলে—
আলোতেই নিঁখোজ হবো আমি;
উষ্ণ আনন্দের লাল-নীল পাতার অরুণোদয়।
বিদ্যুৎ চকিত উচ্ছ্বাসে সুরেলা বাতাস—
সুবাসে-অনন্ত আকাশ,
নিঃশ্বাসে-বকুলের ঘ্রাণ,
বিশ্বাসে-আপাদমস্তক আমার অস্তিত্ব।