আবার দেখব সবুজ দু’চোখ ভরে
এই বাংলাকে
আবার উড়াল দেবো নীল আকাশে
প্রজাপতির মত রঙিন পাখা মেলে,
আবার ভেজাবো পা
সমুদ্র সৈকতে গাঙচিল সকাশে।
কাশবনে ঘুরে বেড়াবো সেদিন
উষ্কখুষ্ক খোলা চুলে কিশোরীর বেশে
ফিনফিনে লাল শিপন শাড়ি পরে।
পায়ের নুপুরের রিনিঝিনি শব্দে
তাল মিলাবো বৃষ্টির সাথে।
আবার সেদিন নদীর ছলাত ছলাত
নৃত্যের তালে তালে,
বৈঠা ফেলে মাঝি
সুর ধরবে ভাটিয়ারি গানে।
বিষাক্ত বাতাস হবে আবার মধুময়,
দেখবো আবার সাতরঙের
প্রকৃতির প্রণয়।