Site icon Shaili Tv

আমাদের দেখা হোক / অঞ্জলি বড়ুয়া

দেশে বিদেশে, বনে জঙ্গলে, সমুদ্র, নদী, পাহাড়,
যেখানেই হোক না কেন, আমাদের দেখা হোক।

হয়তো কোন সূর্যাস্তের শেষে
শঙ্খচিল, পরীযায়ী পাখিদের সাথে
আমাদের দেখা হোক।

প্রকৃতি যখন জেগে ওঠে
অহনার ব্যঞ্জনা দেখতে দেখতে বিমুগ্ধ হয়,
হয়তো বা সে শুভক্ষণের বেলা,
আমাদের দেখা হোক।

গোধুলি লগ্নে নিমগ্ন রঙ এর খেলায়,
বালুকাবেলায় পদচিহ্ন রেখে যেতে যেতে
আমাদের দেখা হোক।

ভেবো না আমার এখন অখণ্ড অবসর,
তোমায় নিয়ে আমার ভাবনাগুলো,
যেমন ছিল তেমনি আছে।
প্রচণ্ড ব্যস্ততায় অসীম দুঃখের মাঝে,
সুখের উচ্ছ্বাসে তুমি ভুলে থাকলেও
আমি ভুলতে পারছি না
তাই আমাদের দেখা হোক।

কেন জানি মনে হয় সব বুঝি শেষ হয়ে যায়,
ফুরিয়ে যায়, চলে যেতে হয়,
তাই আমাদের দেখা হোক।

আনমনে হঠাৎ যখন একাকী ভাবনাগুলো
আমার অমিত চাওয়া গুলো,
ঘুরপাক খেতে খেতে
ভুল করে চাপ পড়ে যাক ভিডিওকলে-
তখন কোন এক অদূর সীমান্ত থেকে
আমাদের দেখা হোক।

সব পথ বন্ধ করে দিয়ে হেসে উঠলে
তা কখনো হবে না,
দেখবে! হঠাৎ একদিন তাই হবে
আমাদের দেখা হবে।

আর যদি দেখা হয়ে যায়,
কোন এক ফাগুন সন্ধ্যায়,
এতদিনের মনের কথারা মুখোমুখি হয়ে যায়।
বুকের ভিতরে জমানো পাথুরে সময়গুলো
চোখাচোখি হয়ে যায়,
তখন কেমন করে বাঁধবে আমায়?
ডাকবে আমায়, আলতো হাতে বুকে টেনে
নেবে কি আমায়?

Exit mobile version