Site icon Shaili Tv

আমার একটা মায়াবী বিকেল চাই / মর্জিনা আখতার

আমার একটা মায়াবী বিকেল চাই,
স্নিগ্ধ, সতেজ বিকেল।

বিকেল মানে ক্লান্তি কাটাতে
পথচলা পাশাপাশি,
ফুরফুরে হাওয়ায় নেভালে বসে
পিঁয়াজু খেতে খেতে আড্ডা হাসি।

বিকেল মানে সিআরবি’র শিরিষ তলায়
পাখিদের গান শুনতে শুনতে
বাদাম চিবানো,
অবাধ্য দুরন্ত চুলগুলোকে
সাবধানে সামলানো।

বিকেল গড়িয়ে যেতেই তেজস্বী সূর্য
কমলা ওড়নায় ঢেকে দেয় তার অবয়ব
শুরু হয় আয়োজন।

ধীর ধীরে আলিঙ্গন দৃঢ় হয়
অন্ধকারের কাছে রশ্মিহীন সূর্য
নিজেকে করে সমর্পণ।

অন্ধকারের সাথে একাকার হয়ে
গলে যেতে থাকে সূর্য
ভালোবাসার উষ্ণতায়।

বিকেল যদি না হতো তাহলে
আকাশের বুকে প্রণয়ের ছবি
আঁকাটাই হয়ে যেতো দায়।

আমারও একটি মায়াবী বিকেল চাই,
বলতো কোথায় গেলে পাই?

Exit mobile version