Site icon Shaili Tv

আমার পৃথিবী হবে নতুন রঙে / নওশীন শরীফ

তার জন্য কেন আমার এই আকুলতা! ব্যাকুলতা!
সে তো আমার নয়।

যে বোঝে না আমার মন
বোঝে না কত ভালোবাসি আমি তাকে!
সকাল হতে রাত অবধি মনের মণিকোঠায় বেঁধে রাখি তাকে

সকালের এক টুকরো রোদের শুভ্রতায় পাই তাকে

আকাশ যখন নীলিমায় নীল
টুকরো টুকরো সাদা মেঘের আড়ালে আমি চেয়ে থাকি অবাক বিস্ময়ে
সে কি সেই
মেঘের আড়ালে?
হঠাৎ করে এক বিশাল দমকা হাওয়ায় ভাবনা আমার
হয়ে যায় এলোমেলো

আকাশে পূর্ণিমার চাঁদ
হাত বাড়ালেই যেন পাই তাকে
কিন্তু না মিথ্যে চাওয়া আর পাওয়া
সে তো আসলেই আমার নয়

নিশীথ রাতের দূরের বাঁশির
কান্নার সুর আমায় কেন কাঁদায়?
আমি তো চাই এ বাঁধন ছিন্ন করে বাজাবো নতুন সুর

আমার পৃথিবী হবে নতুন রঙে
রাঙানো আলোকময় সকাল
আমার হাসির কলকাকলিতে
মুখরিত হবে নতুন দিনের সুর

বৃথা তাকে মনে করে আর কখনো চাইনা পেতে অযথা কষ্ট
সে তো কখনো ছিল না আমার
এখনো আমার নয়!

Exit mobile version