বেঁচে থাকার আকূল আগ্রহে
নতুন এক আমি হয়ে বেঁচে উঠি রোজ।
ভালোবেসে যাই–
আরও ভালো থাকবো বলে।
আমার সকালগুলো হেসে ওঠে
ঝলমল আলোতে আলোতে;
ভেসে থাকি অনাবিল আলোক ধারায়।
যেজন ভেঙেছে আমার অন্ধকারাবৃত দুয়ার
কী করে হারাই তাকে দৃষ্টিসীমার আড়ালে?
সময় যাচ্ছে বয়ে জলের স্রোতে
যতই দূরে থাক বেড়ে চলে মায়া
চাই সরিয়ে দিতে-
সম্পর্কের আলপথে
শুয়ে থাকা অপচ্ছায়া যত।
প্রতিদিনে, প্রতিক্ষণে আমি গড়তে চাই।
যেন আরও বেশি ভালোবাসা পাই,
যেন আরও বেশি ভালোবেসে যাই।