জোছনাভরা রজনীতে ভাবছি বসে একা
কোথায় হারিয়ে গেল সময় মন করে ফাঁকা,
কত কাল হয় না কথা মুখোমুখি বসে দুজনে
চাঁদনি পসর রাতে হাতে হাত রেখে।
তোমার কি মনে পড়ে? সেইসব দিনের কথা?
চাঁদের আলোক রশ্মিতে তোমার প্রেমে
ছড়ানো ছিটানো জোছনা মায়া
কেবলি স্মৃতির টানে পেছন ফিরে চাওয়া
সব মিথ্যা আশার মরীচিকা ধুধু বালুচর।
আচ্ছা সময় তুমি কেন এমন?
শুধু নিজের মতো হারিয়ে যাও
দুঃখে ভাসিয়ে সকলের অন্তর,
তোমার তরে তোমার নীড়ে আমার নিত্য বসবাস
ফিরে এসো তুমি সুসময়ের প্রতীক হয়ে
সমস্ত দিনের শেষে গভীর রাতে
ভরা জোছনার আলো হয়ে।
আমি মাতাল হবো জোছনা প্রেমে,
কেবলি স্মৃতির কাছে প্রতি রাতে
হারাব দুজনে গভীর ভালোবাসাতে
সুখস্পর্শে আন্দোলিত হবো মনের আকাশে।