স্নিগ্ধ শিশির সলাজ ছোঁয়ায়
উচ্ছ্বসিত মন,
রঙধনু আঁকা মেঠো পথে
স্বপ্ন সারাক্ষণ।
নব দিগন্তের পথ পেরিয়ে
আলোর ভুবন তরী,
মাতৃভূমি বাংলা আমার
সোনার বাংলা গড়ি।
সবুজ ছায়ায় রাখালিয়া
বাঁশির সুরে অম্লান,
ঘরের কোণে বৈরাগী মন
সুরে ভাসে প্রাণ।
নীল পাড়ে হলুদ শাড়ি
সূর্য জলের ধারে,
সদ্য বধূ কলসী কাঁখে
যায় দীঘির উপারে।
সবুজ ঘাসে আপন মায়ায়
পথ চলি সুদূরে,
উড়াই ঘুড়ি আকাশ পারে
সাজাই মনের সুরে।