ধূসর মেঘের ধুলো মেখে
সন্ধ্যা নামে নদীর পাড়ে।
কী কারণে হাস্নাহেনার
দুচোখ থেকে ঘুমটা ছাড়ে।

কালি মেখে জাল ছড়িয়ে
রাত্রি নামে বনের মাথায়।
রূপা মেখে নীল জোনাকি
কী যে খুঁজে বনের পাতায়।

অবাক হয়ে চোখ মেলে চাই
জোছনা গিলে আমার চোখে
শিশির চোখে রাত্রি কাঁদে,
একলা একা আলোর শোকে।