Site icon Shaili Tv

আষাঢ়ের নিমন্ত্রণ / সুলতানা নুরজাহান রোজী

মেঘ গুড় গুড় করে চমকিত আকাশটা জলে ভরে

মেঘ রোদ্দুর আগমনে মুখরিত গানে বাদলের সুর বেজে ওঠে
সুমধুর প্রাণে
অগোছালো সবি পাতারা উড়ে বেড়ায় জীবন দশায় হয় দিশেহারা

ঝরঝর ঝরে বাদলের ধারা পাহাড়ের টানে

পাগলামি ঝড় হয় অভিমানী প্রকৃতি গলগল ধারাতেই
শোনায় আষাঢ়ী কাহিনী

কদমের প্রেমে আকুলতা ঝরে পড়ে শুভ্রতা

পেঁজা তুলোর মতো বেসামাল বর্ষা শরীর জলের মাঝেই ভেজা

আষাঢ়ের আকাশ ভরে যায় সাদা কাশের মতো ঘন মেঘে
বাতাসেও উড়ে যেতে চায় মন, চায় আলিঙ্গন

তাই আষাঢ়ের মেঘ করে নিমন্ত্রণ
অঝোর ধারায় ফিরে আসে বর্ষণ!

Exit mobile version