প্রশান্তির স্বপ্নকুঞ্জে একজোড়া কপোত-কপোতি
শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, আহা কী মধুর স্বপ্ন! তারা
বাতাসের হাত ধরে একদিন আকাশে উড়বেই,
উড়ন্ত ডানার নিচে লাল-সবুজের মানুষেরা
হাওয়াকে জড়িয়ে বুকে একদিন মাথা উঁচু করে
দাঁড়াবে অকুতোভয়ে আপন শক্তিতে ; বাস্তুচ্যুত
প্রতিবেশী রোহিঙ্গারা শুধু নয়– দূর থেকে দূরে
বিশ্বের যে-কোনো প্রান্তে দুঃসময়ে দৈব দুর্বিপাকে
শামুকের মতো ওরা গুটিমেরে নিশ্চল থাকে না–
ত্বরিতপ্রবাহ বুকে মানবিক প্রেমের সৈনিক
সেবা আর শুশ্রূষায় বিপন্নের পাশে সর্বদায়
শান্তির সেবক হয়ে হত্যা করে অশান্তির পশু:
উদ্বাস্তু শিশুর মুখে উদ্ভাসিত পূর্ণিমার হাসি
মায়ের স্নেহের মতো আমাদের উড্ডীন পতাকা।