Site icon Shaili Tv

আস্থা আর আশ্বাস / শামীম ফাতেমা মুন্নী

হাঁপিয়ে ওঠে নিঃশ্বাস,
ভাঙচুর হয় বিশ্বাস!

এ যেন অনাদিকাল ধরে বসে থাকা
শুভ্র ক্যানভাসে মাটি রঙে ছবি আঁকা …
অপেক্ষার শুরুতে যদি তুমি বলো!

প্রেমের মমতায় হৃদয়ে বয়ে যায় নদী,
কোথায় তোমার বসতি জানতে যদি
উপেক্ষার বদলে মন হতো টলোমলো !

অসীম নীলাকাশ ডাকে বুকের কাছে আয়
নীল সাগর আছড়ে পড়ে চুমুতে উদোম পা’য়,
সবুজ পাহাড়ের আলিঙ্গনে চারপাশ থমকে দাঁড়ায়!

সূর্যের সোনালি রশ্মিতে তোমারই ছায়া পড়ে
চাঁদের রূপালি জোছনায় নতমুখ কায়া নড়ে,
রাতের নক্ষত্ররা জেনে গেছে আমাদের গল্প!

স্পন্দিত আমার বসতি চোখের ছায়ায় তোমার
আমি যে তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
যদি ও এই অতলান্ত ভালোবাসার প্রকাশ অল্প!

দিনান্তে বুকের নরম ওমে বিশ্বাস মিলেছে প্রশ্বাসে,
ভালোবাসা মায়াবী হয় প্রগাঢ় আস্থা আর আশ্বাসে ।

Exit mobile version