Site icon Shaili Tv

ইচ্ছেঘুড়ি / মর্জিনা আখতার

আজকে আমার সারাটাদিন
আছে অনেক কাজ,
তাই আমাকে ডাকাডাকি
করো নাকো আজ।
ইশকুলের সব এ্যাসাইনমেন্ট
স্যারকে আমি দেবো,
কোচিং এর স্যারের থেকে
রুটিনটাও নেবো।

বন্ধুরা তো বিকেল বেলা
খেলতে চলে মাঠে,
নিজের লেখা পাঠ করতে
ছোটে চাঁদের হাটে।

মা আমাকে পাঠিয়ে দেন
নানান ছলাকলায়,
আবৃত্তি ও আঁকা শিখতে
চলি শিল্পকলায়।
এমনি কতো বাঁধনে ঠিক
আছি আমি বাধা,
সময় মতো গানটাকেও
আর হয় না সাধা।

ঝিরিঝিরি হাওয়াটাও
লাগে না এই গায়।
নিয়মনীতির শেকল আছে
আমার দু’টি পায়।

একদিন তো বড় হবো
পড়া শেষ করে,
তখন আমি এ দেশটাকে
দেখাবো মন ভরে।

মন চাইলেই যাবো আমি
ছোট্ট সোনার গাঁয়,
আলপথে হাঁটবো আমি
ঠান্ডা শীতল বায়।

ইচ্ছেঘুড়ি সব মহলে
উড়ুক আমি চাই,
পাহাড় সাগর বন ও নদীর
ছোঁয়া যেন পাই।।

Exit mobile version