আহারে মানব জীবন
ঈদের আনন্দে না হয় যেন মরণ।

করোনা কত জীবন নিয়েছে
নামী দামী কত শত জীবন,
তবুও সবাই একসাথে হবে
ঈদে বাড়ি যাওয়াই লক্ষ্য এখন।

ভাবছে সবাই আর যদি না বাঁচি,
আর যদি শরীরে না থাকে প্রাণ,
হবেনা দেখা আপজনের সাথে
তাই তো লংঘন করি আইন।

এইবার যদি না যায় ঘরে
না দেখি মোর প্রানের প্রিয়ারে,
কি করে বেঁধে রাখি মনটারে?
মৃত্যু যদি আসে মোর দুয়ারে।

সব কিছু ভুলে মাটির টানের কাছে
চলে গেছে সব ভয় ডর ফেলে,
একের উপর বহুজন পড়েও
কেউ ভেসে যায় গভীর জলে।

তবু কিছু সুখ, প্রিয়জনের কাছে
হাসি মুখ গুলো দেখতেই ভালো লাগে,
শত কষ্ট করেও যখন মানুষ ফিরে গ্রামের পথে
ঈদের দিনের আনন্দ তখন দ্বিগুণ হয়ে আসে।