Site icon Shaili Tv

ঈদের খুশি / লিপি বড়ুয়া

বছর ঘুরে ঈদটা আসে
নতুন বারতা নিয়ে
নতুন কাপড় নতুন জুতোয়
খুশিতে মন দিয়ে।

ঈদের নামাজ আদায় করি
একসাথে মন খুলে
কোলাকুলি করি সবাই
সকল বিভেদ ভুলে।

মায়ের হাতের ফিরনি সেমাই
খাই তো মজা করে
অতিথিরই আগমনে
বাড়ি ওঠে ভরে।

সালাম করে সালামিতে
পকেট উপচে পড়ে
ঘুরতে যাই মজা করে
নতুন জামা পরে।

সারাটাদিন যায় কেটে যায়
আনন্দ আহ্বানে
ঈদের খুশি ছড়িয়ে পড়ে
সবার মনে প্রাণে।

Exit mobile version