বাড়ি সাহিত্য কবিতা ঈদ আনন্দ / মর্জিনা আখতার কবিতাচট্টগ্রামদেশনারীশিরোনামশিশু সাহিত্যসাহিত্য ঈদ আনন্দ / মর্জিনা আখতার মর্জিনা আখতার প্রকাশিত : শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ 490 করোনাটা কেড়েছিল আমাদের ঈদ, তখন ছিল না কারো দুই চোখে নিদ। আজ নেই কোনো বিধি কেউ নই বন্দী, সুখের সঙ্গে তাই করেছি যে সন্ধি। একসাথে ঘুরে আজ মন রাঙাবো, সকাল সকাল উঠে ঈদগাহ্ যাবো। নতুন পোশাক দেখি করে চিকচিক, আনন্দে মনটাও হাসে ঝিকমিক। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো আজিজ রাহমান, ইসমাইল জসীম ও কানিজ ফাতেমার কিশোর কবিতা / আহমেদ মাওলা শিশির / বাসুদেব খাস্তগীর অবচেতন মনে / লিপি বড়ুয়া