Site icon Shaili Tv

ঈদ আনলো খুশির জোয়ার / লিপি বড়ুয়া

বছর ঘুরে আসলো ঈদ
খুশিরই পাল তুলে
ছেলে বুড়ো সবাই এখন
হাসছে দুঃখ ভুলে।

ধর্ম যার যার শিষ্টাচার
উৎসব হোক সবার
ধনী গরিব এক কাতারে
আনন্দ হোক অপার।

ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক
সারা বিশ্ব জুড়ে,
শান্তি-পরশ জড়িয়ে থাকুক
কষ্ট থাকুক দূরে।

নতুন জামা নতুন জুতো
সুগন্ধি আতর মেখে
ঘুরতে চলে দলে দলে
খুশির জোয়ার ডেকে।

Exit mobile version