তিরিশ রোজা কেটে গেল সিয়াম সাধনায়,
ঈদ এসেছে, মন খুশীতে পূর্ণ কানায় কানায়।
বার মাসের এই রমজান মাস আল্লা’র সওগাত,
মাসের শেষে ঈদ এসেছে খুশীতে মন মাৎ।

নতুন পোষাক গায়ে জড়ায়ে, আতর সুবাস মেখে,
সুর্মা দিয়ে চোখের পাতায়,ফিরে পশ্চিম মুখে,
জায়নামাজে বসি করে খোদার কাছে আর্জি,
ভালোমন্দ থাকবে তবু,সদা মন্দ যেন বর্জি।

নামাজ শেষে, বিভেদ ভুলে,আনন্দ কোলাকুলি,
ধনী-দরিদ্র,সুজন-কুজন বুকে জড়ায় ব্যাকুলি।
কবুল রোজা, খুশীতে বিভোর, ঘর-বাইরে মুসলমান,
ঈদানন্দে উঠুক হেসে, ব্যাধিগ্রস্ত এই জাহান।

পূত মনে আদায় করি, যার যা প্রাপ্য আজ যাকাত,
পরষ্পরে আজকে করে প্রাণভরে দোয়া-সালাত।
ছোট বড় সবাই জানায় ঈদ খুশীতে “ঈদ মোবারক”,
ঈদের দিনে, বিদ্বেষ বিনে হোক নির্বিশেষে পরিপূরক।

ঈদ এসেছে, নেচে গায় প্রাণের অদেখা গানের বুলবুলি,
হৃদয়ে হৃদয়ে খুশী আনন্দ ছাপিয়ে পড়ে যায় উথলি।
এক কাতারে সামিল হয়ে, নিজেরে বিলাবে অকাতর,
মনের দুঃখ, হিংসা ভুলাবে পবিত্র ঈদুল ফিতর।