ঈদ এসেছে ঈদ এসেছে হাসছে ঈদের চাঁদ
দক্ষিণ হাওয়ায় খুশির জোয়ার ভাঙলো সকল বাঁধ
নতুন জামা নতুন শাড়ি নতুন সাজে মুখ
ঈদের জামাত সার্থক হবে মিলিয়ে নিয়ে বুক।
ঈদের চাঁদের আলোকচ্ছটায় বিভেদ যাবে চলে
ঈদের খুশি মানেই হলো দুঃখ যাও ভুলে।
সেমাই হবে, ফিরনি হবে থাকবে পোলাও ভাত
আজকের দিনে সবাই সবার হবে না পক্ষপাত।
সেজদায় দাও ধন্যবাদ প্রভুর দরবারে
যিনি মানুষকে দিলেন উপহার এ শ্রেষ্ঠ দিনটারে।