Site icon Shaili Tv

ঈদ / শর্মি বড়ুয়া

আনন্দ আর খুশির জোয়ার
ঈদটা এলো নিয়ে।
সেমাই পোলাও নুডলস খাবো
এঘর ওঘর গিয়ে।

গরিব ধনী নেই ভেদাভেদ
কোলাকুলি করবো,
সবার সেদিন যে যার মতো
নতুন জামা পরবো।

ঈদ মোবারক, ঈদের খুশি
ঈদ সেলামি পেলে,
আনন্দেতে টইটম্বুর
রঙিন ডানা মেলে।

Exit mobile version