Site icon Shaili Tv

উত্তম পুরুষ / ডা. প্রণব কুমার চৌধুরী

‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ’?
নজরুল-মান্য করে তোমার এ’কথা
নিত্য যে ঘটে প্রমাদ।

কল্পে ফোটানো রূপ চিনবার হীরে-জহরত আঁখি
সুন্দরী-শ্রেষ্ঠা সহস্রে বাছাই নিমেষ লাগে বাকি।

নীল চাঁদোয়ায় অপরূপ দ্যুতি
জ্বলে মিটমিট তারা
শুক্লপক্ষে সব চাঁদ কি সমান উজল
পূর্ণিমা জোয়ার কাড়া!

ফুলবাগিচায় ফুল-পাপড়ি বর্ণিল শত মনোহর
দেখে ধন্য গোলাপগুচ্ছ কাঁটা-শোভন সুন্দর।

ডানা মেলে পাখি কলকাকলি
লাস্য গমনভঙ্গি
মযুর পেখমে ধ্রুপদী নৃত্য
মন-আসক্ত সঙ্গী ।

মনসা-পুঁথি মহাভারতে পদ্মিনী শঙ্খিনী ঋজুরাহো চিত্রকলা বয়ান
কৈশোর শ্রবণে ‘ছোষট্টি কলা’ দোঁহারের সুরে আগুন নীরব কান।

শকুন্তলা রম্ভা আম্রপালি ক্লিওপিট্রা নুরজাহান
মারলিন মনরো মধুবালা
হীরক মুকটে ঝকমক ‘মিস ওয়ার্ল্ড’
মদনবাণ টংকার হুর-পরিদের আলা।

রবীন্দ্রনাথ-ও উর্বশী লাবণ্যে দগ্ধ পুড়ে অঙ্গার পঞ্চশরে
গলানো সোনার উদগীরণে গান কবিতা প্রেমছুরি বাসনা ধরে।

আগে ছিল কেবল দু’এক সুন্দরী
এখন তারকার হাট
বিউটি পার্লারে মেশিনের ছাঁচে
কারু-নকশার পাট।

বাঙালি রমণী কতো বুদ্ধিমতী-তুলতে দেয় না সতিন
(সারা দুনিয়ায় একমাত্র সফল), বালিশ কা’ভারে
উত্তম পুরুষের স্বপ্ন-জরি তালিকা- ঘুমিয়ে কাটে দিন।

Exit mobile version