Site icon Shaili Tv

উৎসব-২/ সৈয়দা সেলিমা আক্তার

শিউলি ঝরে
সবুজ ঘাসে
ভোরের বেলা

খুকুরা নেয়
কোচড় ভরে
ফুলের মেলা ।

নীল আকাশে
পেজা তুলো
মেঘের ভেলা

ঘুড়ি ওড়ায়
খোকারা যে
বিকেল বেলা ।

নতুন জামা
কাপড় পরে
সবাই ঘোরে

খুশিরই ঢেউ
লাগছে যেন
মণ্ডপ জুড়ে ।

কাসর ঘণ্টা
ধুপের গন্ধ
ঢাকের সুর

হাওয়ায় ভেসে
যায় রে শোনা
বহু দূর ।

মণ্ডা মিঠাই
বাতাসাও
হচ্ছে খাওয়া

উৎসবেরই
এই আমেজে
নতুন হাওয়া।

Exit mobile version