Site icon Shaili Tv

এই শহরে তুমি ফিরছ / লিপি বড়ুয়া

পৃথিবী জুড়ে নেমে এলো নিস্তব্ধতা
অন্ধকারে একা জেগে আছে রাতের আকাশ,
নগরে কোলাহল নেই, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন
কেবল নিজের মধ্যে অনুভব করছি অস্থিরতা।
ছটফট করছি অজানা এক ভয়ে
চোখে ঘুম নেই, আছে কেবল উৎকন্ঠা !
কি জানি কেমন আলো ছড়ায় সকালটা?

জানিয়েছ, এই শহরে তুমি ফিরছ
তোমার ফিরে আসার অপেক্ষায় তো ছিলাম
তবে কেন আজ অসম্ভব অসহায়ত্ব হৃদয় জুড়ে?
সমস্ত সম্পর্ক তুচ্ছ করে চলে গেছ অজানার পথে
আমাকে অপরাধী করেছ সমাজের চোখে।
হাজারো প্রশ্ন করা বাকী আজো তোমার কাছে
কেন দূরে চলে গেছ আমায় একাকী করে?

শুধু উথাল পাথাল ঢেউ খেলছে দেহ মনে
ভয়ংকর আশংকায় ভেতরটা কেঁপে উঠছে।
কেন ফিরছ কি জন্য ফিরে আসা কিছুই বলোনি
তাই অপেক্ষায় ধৈর্য হারিয়ে ফেলছি বারবার।
তোমার তো অসময়ে ফেরার কথা না
কী করে অবসর মিলল ব্যস্ত জীবনের?

অসমাপ্ত গল্পের যবনিকা টেনেছি বহুকাল আগে
আজ আর নতুন করে ফিরতে চাই না
না পাওয়া সেই কষ্টের কাছে।
মনে যত অভিযোগ অভিমান ছিল,
সব কিছু ভাসিয়ে দিয়েছি চোখের নোনা জলে।
বেঁচে থাকার সহজাত প্রবৃত্তির চাপে
বারবার হেরে গেছি নিজের কাছে।

দুঃখ কষ্ট ভুলে ভালোই তো ছিলাম
কেন আবার ফিরে আসার কথা বললে?
চঞ্চল মন আবার স্বপ্ন বুনছে মায়াবী আহবানে।
সারারাত ডুবে ছিলাম ভাবনার অতলে
ভোরের আলো ফুটেছে পাখির কোলাহলে,
তোমার ফেরার কথা শুনে চন্দ্রমল্লিকারা হাসে
কৃষ্ণ চূড়ার লালে প্রেম ছড়ায় মধুর আবেশে।

Exit mobile version