Site icon Shaili Tv

একটি স্বপ্নের মৃত্যু / লিপি বড়ুয়া

আমি একটি স্বপ্নের অপমৃত্যু দেখেছি
তোমাকে নিঃশব্দে কাঁদতে দেখেছি
তোমার গোপন আত্মচিৎকার শুনেছি।
তোমাকে অস্থির ছটফট করতে দেখেছি
নির্মম বেদনায় নীল হতে দেখেছি।
কি অদ্ভুত কখনো নালিশ করতে দেখিনি
কখনো ভেঙে পড়তে দেখিনি।

এ কেমন গোপন কষ্ট?
কাঁপা কাঁপা গলায় কথোপকথন শুনেছি
কার সাথে তোমার গোপন অভিসার?
নিজের সাথে বুঝি?
এ কেমন গুটিয়ে রাখা নিজেকে।
কেন কিসের স্বার্থে?
লজ্জায় নাকি অপমানের ভয়ে।
দেখেছি তোমার তিল তিল করে শেষ হয়ে যাওয়া
এমন রক্তকরণ গোপন করে
তোমার কি আনন্দ? খুব জানতে ইচ্ছে করে।

ক্ষত বিক্ষত ভেতর বাহির তোমার
তবুও কি যেন খুঁজে বেড়াও শূন্য দৃষ্টিতে।
কে তোমার এমন ক্ষতি করেছে
এ প্রশ্ন কি তাড়া করে তোমার অপ্রকৃতস্থ মস্তিষ্কে?
হবে হয়তো ভদ্রবেশী কোনো কাপুরুষ।
তুমি কখনো কাঁদো, কখনো হাসো
হাসিতে বিদ্রুপ, কান্নায় তীব্র করুণা ঝরে
কে তোমার কষ্ট বুঝে?
কে তোমার জন্য ভাবে
ব্যস্ত জীবনে কে তোমার খোঁজ রাখে।
অনন্তকাল তুমি রয়ে যাবে
এমন ঝরে পড়া জীবন গল্পের মাঝে।।

Exit mobile version