Site icon Shaili Tv

একাকী

যখন থাকি একলা ঘরে মন পাখিদের দল
পাপড়ি মেলে সুবাস ছড়ায় মনের শতদল।
মনের নদী স্রোতধারায় কলকলিয়ে চলে
বর্ষা নামায় মনের কথন উপচে পড়া ঢলে।

আমি যেনো দুরন্ত এক ফড়িং ছানার পাখা
দূরের নীলের নীলাকাশে রঙধনুতে আঁকা।
কখনো হই খোকার হাতের আকাশ ছোঁয়া ঘুড়ি
মনের খাতার পাতায় পাতায় নিত্য ওড়াওড়ি।

শিশির ভেজা ঘাসের মত মুক্তোঝরা ক্ষণ
দূরের ঝিলে সাদা বকের শিকারী হয় মন।
পুকুর জলে অবাধ সাঁতার জল থই থই খেলা
দুপুর এসে বাজায় নূপুর স্নিগ্ধ মধুর বেলা।

ডাহুক পাখির চঞ্চলতা মনের জমিন জুড়ে
মায়ের আঁচল মাথায় তো নয়, তখন অনেক দূরে।
পথের ধুলো মাখলে পায়ে তারও দারুণ সাজ
ব্যস্ত সময় নেই অবসর কাজ শুধু আর কাজ।

বিকেল হলে আবির রাঙা আকাশে যায় চোখ
ফুলপাখিদের দেশে দেশে স্বপ্ন বোনা হোক।

Exit mobile version