Site icon Shaili Tv

এসো এই মধুর ঘনবরষায় / কামরুন ঋজু

কতোকাল দেখি না তোমায়
এসো একটি বার বন্ধু, এসো,
এই মধুর ঘনবরষায়
আরেকবার নাহয় ভালোবেসো।

এই আষাঢ়ে নাই যদি এলে
এসো বর্ষণমুখর শ্রাবণে
মেঘমল্লারের সুরে সুরে
এসো বৃষ্টির মাতাল ঘ্রাণে।
জলভরা মেঘে আকাশ ছাওয়া
হয়নি এখনো বৃষ্টির গান গাওয়া ;
এসো শ্রাবণের দিনে তবে
নাই যদি এলে এই আষাঢ়ে
বৃষ্টি মুখর সারাটি ক্ষণ
কাটাবো আমরা মায়ানীড়ে।

Exit mobile version